ইতিহাস

তেঁথুলিয়া-পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউট,বাঘা, রাজশাহী শিরোনামে প্রতিষ্ঠালাভের পর প্রথম ২০০১খ্রি. এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম ২য় পর্যায়ে ২০০৩খ্রি. এইচএসসি(বিএমটি)শিক্ষাক্রম এবং ৩য় পর্যায়ে ২০০৫খ্রি. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং(কম্পিউটার) শিক্ষাক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অ্যাফিলিয়েশন প্রাপ্ত হয়ে বর্তমানে বৃত্তিমুলক শিক্ষার প্রসারে অনন্য অবদান রেখে আসছে।২০০৫ খ্রি. ইন্সটিটিউটে উচ্চমাধ্যমিক সাধারণ শাখা প্রতিষ্ঠালাভ করে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার মাধ্যমে ছাত্র ছাত্রীদের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।